জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান, ঝিনাইদহ জেলা যুবলীগ নেতা সোহরাব হোসেন ও বিএনপির চুয়াডাঙ্গা জেলা সহসভাপতি উথলী ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ধুন্দু মনোনয়নপত্র গ্রহণ করেছেন। গতকাল বুধবার এ ৩ জন জীবননগর উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনরত সহকারী রিটার্নিং অফিসার ইউএনও সাজেদুর রহমানের নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে জীবননগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল, বিএনপির একাংশ নেত্রী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, সাবেক পৌর চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান, ঝিনাইদহ জেলা যুবলীগ নেতা জীবননগর হাসাদাহের সোহরাব হোসেন ও জেলা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান ধুন্দু। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. মহিউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা মহিলা লীগের সভানেত্রী আয়েশা সুলতানা লাকি তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।