ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের আহসাননগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে যাত্রীরা আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে খুলনা যাওয়ার পথে রুপসা পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায় শৈলকুপা উপজেলার আহসাননগর নামকস্থানে। এ সময় বাসটি খাদে পড়ে যায়। বাস দুর্ঘটনায় কোনো যাত্রী নিহত হয়নি বলে নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা।