টিপ্পনী

 

খবর: (মোবারকগঞ্জ চিনিকলে ৪ দিন ধরে মাড়াই বন্ধ : লোকসান দু কোটি টাকা)

 

মিলের চাকা ঘোরে না ছাই

ভীষণ খিদে পেটে তার,

তোমরা চতুর করছো ফতুর

খচ্ছো বেটে বেটে তার।

 

জং ধরেছে কল কবজায়

কী হবে নাট এটে তার,

যা ছিলো তাও তিন বেলা খাও

ধুয়ে পুচে চেটে তার।

 

সইবে সে আর ধকল কতো

বিরামও নেই হেঁটে তার,

খাচ্ছো সবাই করে জবাই

কলজে ভুড়ি মেটে তার।

 

-আহাদ আলী মোল্লা