বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি-নেহালপুর সড়কে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দু মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু মোটরসাইকেলের ৫ আরোহী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের সুশীল হালদারের ছেলে অশোক হালদার ও নিরান হালদার দর্শনা থেকে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকের চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা হিজলগাড়ি-নেহালপুর সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু মোটরসাইকেলের ৫ আরোহীই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতের মধ্যে রয়েছেন- নেহালপুর গ্রামের অশোক হালদার ও নিরেন হালদার, বেগমপুর গ্রামের পটলার ছেলে আবু হেনা, সিরাজুল ইসলামের ছেলে লিটন এবং ঝাঁজরি গ্রামের খোকনের ছেলে সজিব। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে হিজলগাড়ি ক্যাম্প পুলিশ মোটরসাইকেল দুটি জব্দ করে ক্যাম্পে নেয়।