স্টাফ রিপোর্টার: দর্শনা মানিকপুরের অপ্রাপ্ত বয়সের পারভীন খাতুনের বিয়ে হয়েছে। তার নানাবাড়ি চুয়াডাঙ্গা সুমিরদিয়ায় বিয়ে হয়। তালতলা কুঠিপাড়ার হিরকের সাথে বিয়ে হলে স্থানীয়রা বাল্যবিয়ের অভিযোগ উত্থাপন করেন। পুলিশ বর-কনেকে আটকও করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল সহকারী কাজি আকরাম বিয়ে সম্পাদন করেন বলে স্থানীয়রা জানিয়ে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।