জীবননগরে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করলেন যুগ্মসচিব খলিলুর রহমান

 

জীবননগর ব্যুরো: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন কিশোর-কিশোরী প্রকল্পের যুগ্মসচিব খলিলুর রহমান গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন। তিনি এসব ক্লাব পরিদর্শন শেষে এর কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। সকালে তিনি উপজেলা পরিষদে এসে পৌঁছুলে ইউএনও সাজেদুর রহমান তাকে স্বাগত জানান। এ সময় আরডিইও’র পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি হাসাদাহ, খয়েরহুদা ও বাঁকা মাঠপাড়ায় বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেন।  তার সাথে ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়নকারী জাহাঙ্গীর আলম, আরডিইউওর নির্বাহী পরিচালক আরফান কবীর প্রমুখ।