জীবননগর ব্যুরো: গতকাল মঙ্গলবার জীবননগরে রাতে জীবননগর শহরের মুন্সী মার্কেট প্রাঙ্গণে ডিসকভারি ডিস ক্যাবল নেটওয়ার্ক দ্বৈত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টর উদ্বোধন করেন। মহেশপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসার আশাবুল হক, বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান, দৌলৎগঞ্জ বাজার কমিটির আহবায়ক সাংবাদিক এম আর বাবু, জীবননগর কেন্দ্রীয় ঈদগার সাধারণ সম্পাদক আ. সালাম ইসা, সাংবাদিক সালাউদ্দীন কাজল ও সাংবাদিক আকিমুল ইসরাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ইশা-শাহিন জুটি ২-০ সেটে সাজেদুররহমান-এম আর বাবু জুটিকে, বিদ্যুৎ-মামুন জুটি ২-০ সেটে খোকন-খায়রুল জুটি, সবুর-খালিদ জুটি ২-০ সেটে পিংকু-নাহিদ জুটিকে ও বাবলু-লিমন জুটি ২-০ সেটে পলাশ-জীবন জুটিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।