আলমডাঙ্গা থানা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে গতকাল রাতে জমকালো  পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১০ জুটির ওই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন কনস্টেবল নাজমুল জুটি। রানারআপ হয়েছেন কনস্টেবল মাজহারুল জুটি।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন- আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ওসি (তদন্ত) নাজমুল হুদা, সেকেন্ড অফিসার জুয়েল আহমেদ, পুবালী ব্যাংক আলমডাঙ্গা শাখা ম্যানেজার এমএম হাসান। মাসুদ রানা তুহিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআই আনিস, এসআই বারেক আলী, এএসআই মেজবাহ, এএসআই রাশেদসহ সকল খেলোয়াড় ও থানা স্টাফ। শেষে বিজয়ী সকল জুটিকে পুরস্কার দেয়া হয়েছে।