স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গার সকল প্রাথমিক বিদ্যালয়ে শোক কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক ইকলাস হোসেন মন্টু। এরপর দু মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- কেদারগঞ্জ জামে মসজিদের মোয়াজ্জিন মো. রহমত উল্লাহ। শোক কর্মসূচিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন সরকার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার নুরে আলম লেলিন ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, যশোরের চৌগাছায় পিকনিকের বাস দুর্ঘটনায় ৭ শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে মেহেরপুরেও বিরাজ করছে শোকের ছায়া। প্রাথমিক বিদ্যালয়ের শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি সব মহলেই আলোচিত হচ্ছে এ মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি। সমবেদনার পাশাপাশি উচ্চারিত হচ্ছে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির। আর যেন একটি প্রাণও অকালে ঝরে না যায়। এ দাবি এখন সব মহলের। ওই ঘটনায় সরকার ঘোষিত শোক কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক মিনিট নীরবতা শেষে দোয়া করা হয়। গতকাল সোমবার সকাল দশটার দিকে বিদ্যালয়ে বিদ্যালয়ে শুরু হয় দোয়া ও মোনাজাত। অবুঝ শিশুদের আত্মার মাগফেরাত কামনায় চোখের পানি ফেলেছেন অনেক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।