কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের পাশে মালবাহী ট্রেনের ১টি বগি লাইন্যচ্যুত হয়েছে। ফলে খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে।
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার ফজলুল হক জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী মালবাহী ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে মোবারকগঞ্জ স্টেশন পার হয়ে কাশিপুর রেলগেটের কাছে পৌঁছুলে ট্রেনটির ১টি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সাথে কুষ্টিয়া ও রাজশাহীসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি আরো জানান, খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।