মুজিবনগরে ৪ লাখ টাকার পেঁয়াজের বীজ আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ এলাকা থেকে মুজিবনগর বিজিবি প্রায় ৪ লাখ টাকা মূল্যের পেঁয়াজের বীজ আটক করেছে। গত শুক্রবার বিকেলে সুবেদার আব্দুল কাদেরের নেতৃত্বে বিজিবি পেঁয়াজের বীজ আটক করে।

বিজিবিসূত্রে জানা যায়, মেহেরপুর-মুজিবনগর সড়কে গোপালনগর মোড় এলাকায় করিমনযোগে পেঁয়াজের বীজ আসছে এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর বিওপি’র সুবেদার আব্দুল কাদেরের নেতৃত্বে বিজিবি প্রায় ৮৭ কেজি পেঁয়াজের বীজ আটক করে। ওই সময় চোরাচালানীরা পালিয়ে যায়। আটককৃত পেঁয়াজের বীজের মূল্য প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা। এদিকে এর আগের দিন গত বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর বিওপি’র নায়েক কালামের নেতৃত্বে বিজিবির সদস্যরা উপজেলার বল্লভপুর মোড় থেকে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। গত শুক্রবার ওই মদ কাস্টমসে জমা দেয়া হয়েছে।