বেগমপুর প্রতিনিধি: বেগমপুরের দোস্ত গ্রামে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় উভয়পক্ষের দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে সুমনের অবস্থা গুরুতর। একে অপরের বিরুদ্ধে আদালতে করেছে মামলা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত মোল্লাপাড়ার কাশেম মোল্লার ছেলে আব্দুস সাত্তারের ছাগল গতপরশু রোববার বিকেলে নওয়াব আলীর ছেলে কাঠব্যবসায়ী সুমনের ভুট্টাক্ষেতে গিয়ে ভুট্টা খায়। এতে সুমন ছাগলের গায়ে মানুষের মল লাগিয়ে দেয়। এনিয়ে ওইদিনই রাত ৮টার দিকে গ্রামের কাজেম আলীর দোকানের সামনে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের হাতে থাকা লাঠিসোঁটা এবং রডের আঘাতে রক্তাক্ত জখম হয় সুমন (২৮) ও আব্দুস সাত্তার (৫৫)। সুমন অভিযোগ করে বলেছে, রাতের আঁধারে আমাকে ডেকে নিয়ে গিয়ে সাত্তার ও তার ছেলে জহির, জাকির, লিটন ও বিল্লাল অন্যায় করে আমাকে মারপিট করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। অপরদিকে সাত্তারের পক্ষ থেকে বলা হয়েছে, সুমন মাতাল অবস্থায় আমাদেরকে মারপিট করে। এ ঘটনায় উভয় পক্ষ আদালতে মামলা করেছে বলে জানা গেছে।