দর্শনা অফিস: দর্শনা ডিএসসি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার গণিত শিক্ষক দাউদ হোসেন আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। গতকাল সোমবার বিকেলে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসার জন্য তাকে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শেষবারের মতো দেখতে তার বাড়িতে যান সুধীমহলের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও ছাত্ররা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর দর্শনা কেরুজ বাজারমাঠে জানাজা শেষে মোবারকপাড়া কেন্দ্রীয় গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে।
এদিকে দাউদ স্যারের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফারুক আরিফ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জগলুল হায়দার আফ্রিক, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক মাদরাসার প্রাক্তণ ছাত্র আহাদ আলী মোল্লা, দর্শনা প্রেসক্লাবের আহ্বায়ক প্রাক্তণ ছাত্র হারুন রাজুসহ শিক্ষক, অভিভাবক ও ছাত্রমহল।