মেহেরপুর অফিস: ১৯ ফেব্রুয়ারি দেশে প্রথম দফায় ৯৭টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেলার তিনটি উপজেলার মধ্যে সদর উপজেলা নির্বাচন হচ্ছে প্রথম দফায়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব এলাকায় নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এরই অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলায় গতকাল সোমবার সকাল থেকে কাজ শুরু করেছেন সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচনের দু দিন আগ থেকে নির্বাচনের পরের দু দিন পর্যন্ত মোট পাঁচ দিন সেনা সদস্যরা মাঠে থাকবেন বলে নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে। ১১ পদাতিক ডিভিশনের বগুড়া সেনানিবাসের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সৈয়দ গোলাম মুরতাজার নেতৃত্বে ১১৬ জন সেনা সদস্য রোববার দুপরে মেহেরপুরে পৌঁছান। মেহেরপুর টাউন হলে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছেন তারা। নির্বাচন সুষ্ঠু করতে সব পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন।