দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দুষণমুক্ত পরিবেশে মুরগির মাংস বিক্রির লক্ষ্যে মাংস বিক্রেতারদের মাঝে জীবাণুনাশক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দফতরে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান মুরগির মাংস বিক্রেতাদের হাতে জীবাণুনাশক ওই উপকরণ তুলে দেন। দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে উপজেলার ১০টি মুরগির মাংসের বাজারে (প্রতিটি বাজারের জন্য) ১টি স্প্রেমেশিন, ১টি প্লাস্টিকের বড় ডাস্টবিন, ১টি বালতি, ১টি মগ ও জীবাণুনাশক ওষুধ বিনামূল্যে দেয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামিমুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ঠিকাদার শফিউল কবির ইউসুফ, সেলিম উদ্দিন বগা, অফিস সহকারী শাফায়েতুল ইসলাম, মাংস বিক্রেতা খাইরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।