প্রথম বিভাগ ক্রিকেটে মেহেরপুর বিশ্বাস ক্রীড়াচক্র জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর বিশ্বাস ক্রীড়াচক্র ১৬ রানে জয়লাভ করেছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বিশ্বাস ক্রীড়াচক্র ২৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিকো সর্বোচ্চ ৩০ রান করে। প্রতিপক্ষ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের নির্মল ও দীপ ৩ উইকেট লাভ করে।

জবাবে খেলতে নেমে চাঁদবিল শেরে বাংলা ক্লাব ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৬ রান করে। দলের পক্ষে রুবেল সর্বোচ্চ ৪৩ রান করে। বিশ্বাস ক্রীড়াচক্রের সৈমিক, লিটিল ও রাজন ২টা করে উইকেট লাভ করে।