আলমডাঙ্গা ব্যুরো: পূর্বশত্রুতার জের ধরে আলমডাঙ্গার আসাননগর গ্রামের রফিকুল ইসলামের ৫০টি কলাগাছ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে একই গ্রামের মোস্তফা, বাবুল ও লাল্টুর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার আসাননগর গ্রামের আব্দুল কাদের মণ্ডলের ছেলে রফিকুল ইসলামের ৯ শতক জমিতে লাগানো কলাগাছের মধ্যে ৫০টি কলাগাছ রাতের আঁধারে শত্রুতা করে কেটে দেয়া হয়েছে। প্রতিবেশী মৃত. আসমান মণ্ডলের ছেলে মোস্তফা, বাবলু ও লাল্টু ও একই গ্রামের মস্তর ছেলে পরশ আলী পূর্ব শত্রুতাবশত ওই দুষ্কর্ম করেছে বলে অভিযোগ করা হয়েছে। কৃষক রফিকুল ইসলাম এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় ১টি এজাহার দায়ের করেছেন।