মাথাভাঙ্গা মনিটর: ভারতের জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনের বেশি দেরি নেই। তবে, দিন যতোই ঘনিয়ে আসছে, নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের অদ্ভুত কাণ্ড ততোই বেড়ে চলেছে। বিশেষ করে তারকা সমর্থকদের। ক’দিন আগেই আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদির সমর্থনে নগ্ন হয়েছিলেন অভিনেত্রী মেঘনা প্যাটেল। এবার ক্ষমতাসীন কংগ্রেসের প্রার্থী ও দলটির ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সমর্থনে নগ্ন হলেন মডেল ও অভিনেত্রী তানিশা সিং। ছবিগুলোর কোনোটিতে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমার কিউটি ছবি… কংগ্রেসকে ভোট দিন’। কোনো কিছুর সমর্থনে নগ্ন হওয়ার ধারা অবশ্য শুরু করেছিলেন অভিনেত্রী পুনম পাণ্ডে। গত বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের সাফল্য কামনা করে নগ্ন হয়েছিলেন।