বৃষ্টি : দুপুরের পর পরস্থিতি হতে পারে স্বাভাবিক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতকাল রোববার ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানেই গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে দেশের সর্বাধিক বৃষ্টিপাত বগুড়ায় ২৫ মিলিমিটার রেকর্ড করা হয়। আজ সোমবার দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে পূর্বাভাষ দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ২৩ দশমিক ৬ ও সর্বনিম্ন ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রংপুরে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।