মেহেরপুর অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাজমুল হক লিটনকে আহ্বায়ক করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চাষি নজরুল ইসলাম ও মহাসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে ওই তথ্য জানা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আব্দুল্লাহ আল মাসবুর, গোলাম কিবরিয়া ও মোকাদ্দেস হোসেনকে যুগ্মআহ্বায়ক এবং আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া অ্যাড. নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, এসএম রফিকুল আলম বকুল, জুলফিকার আলী হেলাল, সাদ আহমেদ, শাহজামান, তাজউদ্দীন আহমেদ, আবু তালেব বাবলু, আবুল কালাম আজাদ, আজিমুল ইসলাম, শাহাবুল ইসলাম, বুলবুল আহমেদ, রায়হানুল কবির, জান্নাত আলী, হুমায়ূন আহমেদ ও আরিফুল ইসলামকে সদস্য করা হয়েছে।