মেহেরপুর অফিস: সংবাদপত্র পরিবহন ও পরিবেশক রিন্টু এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি টিটুর মা আঞ্জুমান আরা বেগমের মরদেহ গতকাল রোববার বাদ জোহর জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার জানাজা ও দাফন অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর জেলার স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকার মগবাজারের রাশমনো হাসপাতালে মস্তিস্কে অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হলে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় তিনি ইন্তেকাল করেন।