মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসির জোড়া গোলে গত শনিবার রাতে রায়ো ভায়েকানোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিলো বার্সেলোনা। ন্যু ক্যাম্পে আর্জেন্টাইন তারকা দলের বড় জয় এনে দেয়ার সাথে দুটি রেকর্ড ভেঙেছেন, একটি ছুঁয়েছেন। রিয়াল মাদ্রিদ লিজেন্ড রাউল গঞ্জালেজকে ছাড়িয়ে যেতে আর মাত্র একটি গোল দূরে চারবারের বর্ষসেরা। শুধু একটি স্প্যানিশ ক্লাবের হয়ে খেলা অ্যাথলেতিক বিলবাও লিজেন্ড তেলমো জারার ৩৩৫ গোলের রেকর্ড ছোঁয়া আর্জেন্টাইন সুপারস্টার এদিন নেমেছিলেন ন্যু ক্যাম্পে। প্রথমার্ধেই নতুন এ রেকর্ডটি ভাঙেন। আর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে রিয়াল মাদ্রিদ আইকন আলফ্রেডো ডি স্টেফানোর ২২৭টি লা লিগা গোলের রেকর্ড ভাঙেন। রাউলের (২২৮) সাথে লিগের যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন ২৬ বছর বয়সী। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির সাথে লড়াইকে সামনে রেখে খেলার ১৬ মিনিট আগে মেসিকে তুলে নেন জেরার্দো মার্তিনো। লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে আর্জেন্টাইনকে করতে হবে আরও ২৩ গোল। ২৫১ গোল নিয়ে সবার ওপরে জারা। শুরুতেই আদ্রিয়ানো কাতালানদের এগিয়ে দেন। ৩৬ মিনিটে মেসি ব্যবধান দ্বিগুণ করেন। অ্যালেক্সিস সানচেজ ও পেদ্রো ৪-০ করেন। মেসির জোড়া গোলের পর বদলি মাঠে নেমে গোলে প্রত্যাবর্তন করেন নেইমার। আগের ম্যাচে ভায়োদয়িদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিলো অ্যাতলেতিকো মাদ্রিদ। তাদের সমান ৬০ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে সবার ওপরে বার্সা। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট ব্যবধানে তিনে রিয়াল।