মাথাভাঙ্গা মনিটর: নেপাল এয়ারলাইন্সের একটি প্লেন নিখোঁজ হয়ে গেছে। ১৮ জনবাহী ওই প্লেনটি প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালের পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যটন নগরী পোখারায় জ্বালানি নেয়ার পর গতকাল রোববার উড্ডয়ন করে প্লেনটি। কিন্তু এর কয়েক মিনিট পর যোগাযোগের বাইরে চলে যায় প্লেনটি। প্লেনটি কাঠমাণ্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে জুমলা শহরের দিকে যাচ্ছিলো। প্লেনটিতে ১৫ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিলো। নেপালের পশ্চিমাঞ্চলে কয়েকদিন ধরে প্রচণ্ড কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে যান চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানিয়েছে, আরগাখাছি জেলার একটি প্রত্যন্ত পাবর্ত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে লোকজন জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।