মাথাভাঙ্গা মনিটর: মাত্র সাত সপ্তা অর্থাৎ ৪৯ দিনে অবিশ্বাস্যভাবে ৩৬৪টি বই পড়ে শেষ করেছে যুক্তরাজ্যের ৯ বছর বয়সী এক বালিকা। যেমন তেমন বই নয়, রোল্ড ডাল ও হ্যারি পটারের মতো সিরিজ বইগুলো ছিলো ওই বালিকার পড়ার তালিকায়। উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির অ্যাশলে এলাকার বাসিন্দা বিস্ময় বালিকার নাম ফেইথ। টিভি ও কম্পিউটার গেমস বন্ধ রেখে নিয়ম করে বইয়ে পড়ে থাকে বইপোকা ফেইথ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম জানিয়েছে, নিজের প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই বই পড়ার জন্য ভীষণ অনুপ্রেরণা পায় ফেইথ। আর এ অনুপ্রেরণাই তাকে বই পড়ায় এমন অবিশ্বাস্য রেকর্ড গড়তে সহযোগিতা করেছে।