মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাব ১৮ রানে জয়লাভ করেছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে চাঁদবিল শেরে বাংলা ক্লাব ৩৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে দীপ সর্বোচ্চ ৭০ রান করেন। প্রতিপক্ষ মেহেরপুর একতা সংঘ ক্রীড়াচক্রের শুভ ৪টি ও সঞ্জু ৩টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর একতা সংঘ ক্রীড়াচক্র ২৬ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান করে। ওই সময় বৃষ্টি এলে খেলা থেমে যায়। দলের পক্ষে শুভ সর্বোচ্চ ৫৫ রান করেন। পরবর্তীতে বৃষ্টির কারণে প্যারা বুলা আইনে চাঁদবিল শেরে বাংলা ক্লাব ১৮ রানে জয়লাভ করে।