কুড়ুলগাছি প্রতিনিধি: দর্শনা মুজিবনগর সড়কে দুর্গাপুর কবরস্থানের মোড়ে বস ব্রিকসের ইটভর্তি ট্র্যাক্টর ও বালিভর্তি পাউয়ার ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষে বালিভর্তি পাউয়ার ট্রলি দুমড়েমুচড়ে রাস্তার পাশের খাদে উলটে পড়ে। গত শুক্রবার দুপুর বেলা ১২টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে। গ্রামের বাহালুলের ছেলে শরিফুল ইসলাম (২২) কার্পাসডাঙ্গা থেকে পাউয়ার ট্রলিভর্তি বালি নিয়ে ধান্যঘরায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বস ব্রিকসের ট্র্যাক্টর সরাসরি ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। এদিকে পাউয়ার ট্রলি চালককে স্থানীয় জনগণ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার ডান পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন তার চাচাতো ভাই স্বপন।
অপরদিকে কার্পাসডাঙ্গার নতুনপাড়ায় কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি পশ্চিমপাড়ার নেত্তকাহারের ছেলে কিসমত কাহার (৪৫) ও আকবার মিয়ার ছেলে মিজানুর (২৫) মুজিবনগর যাওয়ার সময় কার্পাসডাঙ্গা নতুনপাড়ার মোড়ে পৌঁছুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারের গাছের সাথে ধাক্কা মারলে ডাইং-৮০ সিসি মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং কিসমতকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয় ও মিজানুরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।