ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার নাটুদা পুলিশ ফাঁড়ির সদস্যদের অভিযানে (মেকুর কাশেম) বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বহু অপকর্মের হোতা, চরমপন্থি দলের সক্রিয় সদস্য বোয়লমারী গ্রামের আলিহিমকে (২৮) গ্রেফতার করেছেন পুলিশ। গত পরশু শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাটুদা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী অভিযান চালায় বোয়ালমারী নিজ বাড়িতে। এ সময় পুলিশ মৃত. মুরশিদ আলীর ছেলে চরমপন্থি দলের সদস্য মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইটভাটার কথিত দু নৈশ্যপ্রহরী সেলিম ও সাবের আলী হত্যামামলার আসামি। তাকে গতকাল দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে।