সংবাদপত্র পরিবহন এজেন্ট রিন্টু ও সাংবাদিক টিটুর মা আর নেই

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ সংবাদপত্র পরিবহন এজেন্সির সভাপতি আক্তার হোসেন রিন্টু এবং মেহেরপুর জেলার দৈনিক সংবাদপত্র পরিবহন ও পরিবেশক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আতিকুর রহমান টিটুর মাতা আঞ্জুমান আরা বেগম গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিল্লাহি….. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। গত বুধবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শহীদ গফুর সড়কের নিজস্ব বাসভবনে মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হলে তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার মগবাজারের রাশমনো হাসপাতালে মস্তিস্কে অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। শনিবার তিনি মারা যান। দু ছেলে ছাড়াও তার এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রয়েছে। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সকল শ্রেণি-পেশার মানুষ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।