বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু : আহত ২

 

গাংনীর কুমারীডাঙ্গায় অবৈধভাবে বিদ্যুসংযোগ নেয়ার সময় বিপত্তি

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার কুমারীডাঙ্গা গ্রামে অবৈধভাবে বিদ্যুতসংযোগ নেয়ার সময় সাজ্জাদ হোসেন (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। কাচফুল ইসলাম (৩২) ও কাউছার আলী (২৭) নামের আরো দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১২টার দিকে পল্লী বিদ্যুতের প্রধান সংযোগ লাইন থেকে বাড়িতে সংযোগ নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের পরিবারিকসূত্রে জানা গেছে, কুমারীডাঙ্গা গ্রামের সাত্তার আলীর জামাই সাজ্জাদ বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক প্রধান লাইন থেকে অবৈধভাবে নিজ বাড়িতে সংযোগ তারা স্থাপনের চেষ্টা করে। এ সময় সাজ্জাদ বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেয়। প্রতিবেশী কাচফুল ও কাউছার তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বামন্দীর ক্লিনিকে উদ্দেশে রওনা হয়। পথের মাঝে সাজ্জাদের মৃত্যু হয়। মারাত্মক আহত অবস্থায় কাচফুল ও কাউচার চিকিৎসাধীন রয়েছেন।