মাথাভাঙ্গা মনিটর: কদিন আগে প্রতিপক্ষকে চাপড় মেরে নিষিদ্ধ হওয়ার ঘটনাটুকু বাদ দিলে দুর্দান্ত সময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বছর শুরু না হতেই হাতে উঠেছে ব্যালন ডি’অর। আর মাঠে গোলের প্লাবন তো চলছেই। কোপা ডেল রে-র সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর আরেকটি রেকর্ড এসে পড়লো সিআর সেভেনের চরণতলে। রেকর্ডটি এমনই, তা ফুটবলপ্রেমীদের চোখ কপালে তুলতে বাধ্য। হয়েছে কী, ফুটবলের ৯০ মিনিটের প্রতিটি মিনিটেই গোল করার এক অসামান্য রেকর্ড গড়েছেন রোনালদো। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে নব্বইতম মিনিটের প্রতিটাতেই কোনো না কোনো ম্যাচে গোল করেছেন এ পর্তুগিজ জাদুকর। বাকি ছিলো কেবল ১৭তম মিনিটে নামের পাশে একটি গোল লেখানো। সেটাই গত ম্যাচে করে ফেলেছেন রোনালদো। এক্ষেত্রে রোনালদোর ঘোর প্রতিদ্বন্দ্বী মেসির খবর কী? রোনালদোর সমকক্ষ হতে হলে মেসিকে এখনো প্রথম, দ্বিতীয়, দশম, ১৪, ১৫, ৪৬ ও ৬৯তম মিনিটে গোল করতে হবে। ম্যাচের ঘড়ির এ সময়গুলোতে এখনো গোল পাওয়া হয়নি মেসির। ম্যাচের ঘড়ি ধরে রোনালদোর করা গোলগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ম্যাচের প্রথম, সপ্তম, ১৫, ১৭, ৩১, ৪৩, ৫৩ ও ৭৮তম মিনিটে রোনালদো গোল করেছেন মাত্র একটি করে। বাকি সময়গুলোয় একাধিক গোল এসেছে তার কাছ থেকে। অদ্ভুত ব্যাপার, রোনালদোর সবচেয়ে বেশি গোল এসেছে ম্যাচের অন্তিম মুহূর্তে অর্থাত্ ৯০তম মিনিটে। এ সময়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মোট ২২ বার। দ্বিতীয় সর্বোচ্চ গোল এসেছে প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৫তম মিনিটে। কী বুঝলেন? ওস্তাদের মার শেষ রাতে!