মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে রাতের আঁধারে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সিংহাটি গ্রামের ছহিউদ্দিনের ছেলে আবুল কালাম (২৫) উপজেলা নির্বাচনের এক প্রার্থীর পক্ষে গ্রামের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে বাড়ি ফিরছিলেন এ সময় একই গ্রামের সফর হোসেনের ছেলে আব্দুল মজিদের নেতৃত্বে কয়েকজন যুবক তার ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ওই সময় তার চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ওই রাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।