ভ্রাম্যমাণ/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও নাটুদা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতপরশু বৃহস্পতিবার রাতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমদাদ হোসেন ও এএসআই মেজবাহুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবু ছিদ্দিক (৪৫), ফরমান আলীর ছেলে লিয়াকত আলী (৪৮) ও ফুলবাড়ির নুরুল হকের ছেলে খাজির আলীকে (৪৫) গ্রেফতার করেন। অপরদিকে নাটুদা পুলিশ ফাঁড়ি মেকুর কাসেম বাহিনীর প্রধান ও আকবার খুন-গুম মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি জগন্নাথপুর গ্রামের লুৎফার রহমানের ছেলে শফিউদ্দীনকে (৩৮) গ্রেফতার করে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮দিকে নাটুদা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই আবুল হোসেন জগন্নাথপুর বাজার থেকে তকে গ্রেফতার করেন। তাদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।