স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে ৱ্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাস বাহিনীর প্রধান মেজবাউর রহমান (৪২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অভয়নগরের মালোপাড়ার পাশে শালবনে এক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ১টি পিস্তল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। নিহত মেজবাউর অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের রমজান আলী বিশ্বাসের ছেলে এবং স্থানীয় সন্ত্রাসী চক্র মেজবাহ বাহিনীর প্রধান। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির উদ্দিন মোল্লা জানান, সন্ত্রাস বাহিনীর প্রধান মেজবাউর রহমান ওই রাতে অভয়নগরের মালোপাড়ার পাশে শালবনে তার সন্ত্রাস বাহিনী নিয়ে গোপন বৈঠক করছিলো। এ খবর পেয়ে সেখানে ৱ্যাব সদস্যরা অভিযান চালায়। ৱ্যাবের উপস্থিতি টের পেয়ে মেজবাহ বাহিনীর সদস্যরা গুলি চালায়। ৱ্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় দু পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয় মেজবাহ। পরে মেজবাহ বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ১টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়েছে।