বাংলা ছবিতে সুস্মিতা সেন!
এবার বাংলাছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এমনই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মিডডে। সূত্রমতে, বাসু চ্যাটার্জির মেয়ে রুপালী গুহা বাঙালি বংশোদ্ভূত সুস্মিতাকে নতুন একটি বাংলা ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছেন। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। আরো জানা যায়, এখানে সুস্মিতা ছবিটির সহপ্রযোজনাও করতে চান। গুহা নিশ্চিত করেছেন সুস্মিতা তার ছবিতে অভিনয়ের জন্য ‘সাইন’ করেছেন। আর খুব শিগগিরই সুস্মিতা এ বিষয়ে মুখ খুলবেন বলে জানা যায়।