ভুল চিকিৎসা : হাসপাতালে নেয়ার পর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: সঠিক চিকিৎসা যখন পেলেন তখন নিমরি বেগমের অবস্থা আর সুস্থ হয়ে ওঠার মতো ছিলো না। এক মাসেরও অধিক সময় ধরে তিনি যে চিকিৎসা নিয়েছেন, গতরাত ১০টার দিকে মারা যাওয়ার পর নিকটজনেরা জানলেন ওই চিকিৎসা সঠিক ছিলো না।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যাওয়ার পর চিকিৎসক বললেন, নিমরি বেগম (৬০) হৃদরোগে ও শ্বাকষ্টজনিত রোগে ভুগছিলেন। অথচ রোগী মেহেরপুর বাগোয়ানের রবি ডাক্তারের নিকট থেকে যে চিকিৎসা নিয়েছেন, তাতে এর কোনো চিকিৎসাই দেয়া হয়নি। গতরাত সাড়ে ৯টার দিকে নিমরি বেগমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। রাত ১০টার দিকে তিনি মারা গেলে কর্তব্যরত চিকিৎসক এরকমই মন্তব্য করেন।

নিমরি বেগম চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ের মৃত আব্দুল বারীর স্ত্রী। তিনি মারা গেলে পরিবারের লোকজন অবশ্য তেমন অভিযোগ করেননি।