টিপ্পনী

 

খবর:(বিজিবি সদস্যের স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগে যুবককে মারপিট)

 

প্রেম করো আর যাই করো না

হিসাব কষো আগে,

ফন্দিফিকির করলে পিরিত

ভীষণ পচা লাগে।

 

পরের বিবির সঙ্গে কেন

রঙ্গ লীলা করো,

পারলে বাপু নিকে করে

ডজন খানেক ধরো।

 

এমন কাজের এনাম তুমি

ঠিকই পাবে ঠ্যাঙা,

পরকীয়া মধুর বটে

পড়লে ধরা ট্যাঙা!

 

-আহাদ আলী মোল্লা