মাথাভাঙ্গা মনিটর: আবারো প্রচণ্ড তুষার ঝড়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ২২টি অঙ্গরাজ্য প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে, জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তুষার ঝড়ের কারণে টেক্সাস থেকে মেইনের সমুদ্র তীরবর্তী এ অঙ্গরাজ্যগুলোতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। এসব এলাকার পাঁচ লাখেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুতবিহীন হয়ে পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বিমানের হাজার হাজার ফ্লাইট। এ সমস্ত রাজ্যগুলোর মধ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকলেও তাদের জীবন-যাত্রা ব্যাহত ও ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। দু সপ্তার মধ্যে ভয়াবহ তুষার ঝড়ে চতুর্থ দফা আক্রান্ত হলো নিউইয়র্ক। আর দ্বিতীয় বারের মতো আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে জর্জিয়া, টেক্সাস, সাউথ রোলিনা, লুইজিয়ানা, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া এবং ম্যাসাচুয়েটস। ফেডারেল সূত্র, জাতীয় আবহাওয়া দপ্তর ও অঙ্গরাজ্য প্রশাসনগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর পর্যন্ত জর্জিয়া, সাউথ ক্যারোলিনা ও লুইজিয়ানায় সাড়ে ৩ লাখ বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুতহীন হয়ে পড়েছে। বুধবার মধ্য-আটলান্টিক থেকে সৃষ্ট এ শৈত্য ঝড়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ১২ জনের মৃত্যু, দু শতাধিক গাড়ি দুর্ঘটনাকবলিত ও ৩ হাজার ৩শ ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘণ্টায় ৩০ থেকে ৩৫ মাইল বেগে প্রবাহিত তুষার ঝড় নর্থ ক্যারোলিনা হয়ে ভার্জিনিয়া অতিক্রম করে পেনসিলভেনিয়া এবং নিউইয়র্কের দিকে ধাবিত হচ্ছে।