মাথাভাঙ্গা ডেস্ক: আজ এ বসন্তে শিরোনামে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সহসভাপতি আবুল কাশেম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রিচার্ড রহমান। বসন্তের তাৎপর্য নিয়ে আলোচনা করেন- অধ্যাপক আব্দুল মোহিত ও তৌহিদ হোসেন। সঙ্গীত পরিবেশন করেন- লাইলা শিরিন, শেখ ফরিদ আহম্মেদ, শহিদুল হক বিশ্বাস, আশাবুল হক, আদিল হোসেন ও রাবেয়া মৌসুমী। আবৃত্তি করেন- গিয়াস উদ্দিন পিনা, গোলাম কবির মুকুল, ইদ্রিস মণ্ডল, কাজল মল্লিক, এসএম পারভেজ, আব্দুল হামিদ, সুমন রশীদ ও শাহিদা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাহিদুল ইসলাম জাহিদ।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, এসেছে ঋতুরাজ বসন্ত। চারদিকের পুরোনো জীর্ণতাকে ছেড়ে নতুনের আহবান। শীতকে বিদায় জানিয়ে বসন্ত তার রঙের সমাহার নিয়ে ধরা দিয়েছে প্রকৃতিতে। বিপুল উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজপ্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কলেজের শিক্ষার্থীরা বাসন্তী রঙের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পরে সরকারি নুরুন্নাহার মহিলাকলেজ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ও কলেজের অধ্যক্ষ সুসেন্দু কুমার ভৌমিক। এছাড়া কলেজপ্রাঙ্গণে আবহমান বাংলার ঐতিহ্যময় খাবার পিঠা উৎসবের আয়োজন করা হয়। এদিকে শহরের আদর্শপাড়ায় মর্নিংবেল চিলড্রেন একাডেমীতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ঝিনাইদহ রেসিডেনসিয়াল কলেজ ও কাঞ্চননগর মডেল হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও নানা আয়োজনের মধ্যদিয়ে বসন্ত বরণ উৎসব পালন করেছে।