মেহেরপুর বাস্তহারা লীগের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা বাস্তহারা লীগের উদ্যোগে সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. গোলাম রসুলের পক্ষে নির্বাচনে গণসংযোগ করা হয়েছে। জেলা বাস্তহারা লীগের সভাপতি সামছুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ফিরোজের নেতৃত্বে মেহেরপুর পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ডের বিভিন্নস্থানে গণসংযোগ করা হয়। ওই সময় তারা আলহাজ গোলাম রসুলের আনারস প্রতীকের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাস্তহারা লীগের যুগ্মসম্পাদক মতিয়ার রহমান মুকুল, সদস্য সিরাজুল, মজিদ, পটল, লালন, তৌহিদুল ইসলাম, সেলিম প্রমুখ।