মেহেরপুর অফিস: উদ্যমে উত্তরণে শতকোটি ন্যায় বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে ব্র্যাক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন মানববন্ধনের নেতৃত্ব দেন। এছাড়া ব্র্যাকের সিনিয়র শাখা ব্যাবস্থাপক (দাবী) স্বপন কুমার বিশ্বাস, উর্ধ্বতন জেলা ব্যবস্থাপক (সিইপি) পঞ্চজ কুমার সরকার, সিনিয়র শাখা ব্যবস্থাপক (শিক্ষা) মঞ্জুর আকবর, এইচআরএলএস মোমিনুর রহমানসহ ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানবন্ধনে বক্তারা রাষ্ট্র এবং পরিবারে নারীদের সমান অধিকার, নারী নির্যাতন বন্ধসহ নারীদের প্রতি ন্যায় বিচারের দাবি জানান।