স্টাফ রিপোর্টার: তেলবাহী লরি লাইনচ্যুত হয়ে দৌলতদিয়া-পোড়াদহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে রাজবাড়ির সাথে কুষ্টিয়া ও রাজশাহীর রেলযোগাযোগ বন্ধ রয়েছে। আজ সকাল ৯টা নাগাদ যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হতে পারে।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে দৌলতদিয়া ঘাট পোড়াদহ রেলরুটের রাজবাড়ি কালুখালী উপজেলার রেলস্টেশন সংলগ্ন এলাকায় লরিটি লাইনচ্যুত হয়। রাজবাড়ি রেলওয়ে থানার ওসি আব্দুল মোনায়েম জানান, ইশ্বরদী থেকে তেলবাহী একটি লরি ফরিদপুর বিদ্যুতকেন্দ্রে যাচ্ছিলো। যাওয়ার পথে কালুখালী লরিটির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি বলেন, উদ্ধার তৎপরতা শুরু হয়। আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।