স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগে বিবাহিত যুবককে বেদম মারধর

 

আলমডাঙ্গা ব্যুরো: স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করার অভিযোগ তুলে আলমডাঙ্গার হাউসপুরের বিবাহিত যুবক সাইফুলকে ধরে নিয়ে গিয়ে ঘরে আটকে পিটিয়ে জখম করেছেন বেলগাছি গ্রামের বিজিবি সদস্য রাজিব (৩০)। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুরে।

জানা গেছে, বেলগাছি গ্রামের গোলাপ আলীর ছেলে বিজিবি সদস্য রাজিব (৩০) প্রায় ১১ মাস আগে আলমডাঙ্গা হাউসপুরের রফিকের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী রশ্মিকে বিয়ে করে। বিয়ের পর বেশিরভাগ সময় রশ্মি বাপের বাড়িতেই থাকে। এরই মধ্যে গতকাল দুপুরের পর রাজিব শ্বশুরবাড়িতে চড়াও হয়। তার বউকে প্রেমের চিঠি দেয়ার অভিযোগ তুলে শ্বশুরের প্রতিবেশী মফিজের বিবাহিত ছেলে সাইফুলকে ধরে শ্বশুরবাড়ি নিয়ে যায়। পরে ঘরে আটকে তাকে বেদম মারধর করে। সংবাদ পেয়ে সাইফুলের পরিবারের লোকজন রাজিবের শ্বশুরবাড়ি গিয়ে চড়াও হয়। পরে সাইফুলকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।