কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে সৌজন্য সাক্ষাতের লক্ষ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সীমান্তের ৮৮ নং মেন পিলারের নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তে চোরাচালন বন্ধ, নারী ও শিশু পাচাররোধ এবং দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবসহ নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের নেতৃত্ব দেন ঠাকুরপুর ক্যাম্প নায়েক সুবেদার আবুলায়েছ ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন মালোপাড়া ক্যাম্প কোম্পানি সদর ইন্সপেক্টর এইচআই আকিলিয়েছ চন্দ্র। সৌজন্য সাক্ষাতে সীমান্তে আইনশৃঙ্গলা সাভাবিক রাখতে সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।