বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের বীরমুক্তিযোদ্ধা খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান ওরফে মঙ্গল মাস্টার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)।
পরিবারসূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে হঠাত করে স্টোক করেন মঙ্গল মাস্টার। প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে তাকে ঢাকার পান্তপথের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ নিজ গ্রামে পৌঁছুলে এলাকাবাসী তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। রাত ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে মঙ্গল মাস্টার স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। এদিকে রাত হয়ে যাওয়ার কারণে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন সম্পন্ন হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়।