দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩ বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন- দামুড়হুদা বাজারপাড়ার মৃত. বিল্লাল হোসেনের ছেলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, কলাবাড়ী গ্রামের খালিদ মাসুদের ছেলে জেলা যুবদল নেতা খালিদ মাহমুদ মিল্টন ও কার্পাসডাঙ্গার মৃত ফায়েজ উদ্দিনের ছেলে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এজাজুল হক মেরাজ এবং ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা রঘুনাথপুর গ্রামের মৃত. আবু বকর সিদ্দিকের ছেলে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আসাদুজ্জামান লিটন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহকারী উপজেলার কোমরপুর গ্রামের মৃত নস্কর চেয়ারম্যানের ছেলে বিএনপি নেতা রবিউল হোসেন শুকলাল গতকাল বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার থেকে শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের ১ জন করে এবং বিএনপি থেকে ৬ জন মোট ৮ জন এবং ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের ১ জন করে এবং বিএনপি থেকে ৩ জন মোট ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান, উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলাম।