ঝিনাইদহে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

মাছের চাহিদা বাড়লেও কমছে জলাশয়ের সংখ্যা

 

ঝিনাইদহ প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাছের চাহিদা বাড়ছে কিন্তু জলাশয়ের সংখ্যা দিন দিন কমছে। বর্তমান সরকার পরিকল্পিতভাবে মাছচাষ করে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে গতকাল বুধবার মৎস্যজীবীদের সাথে মতবিনিময়সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোটচাঁদপুর মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পুকুর সংস্কার ও বাউন্ডারি নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। বাঁওড় মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আহাদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আনিছুর রহমান, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন জাহান ও কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল। সভায় স্থানীয় মৎস্যজীবীরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন। প্রতিমন্ত্রী দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে তিনি কোটচাঁদপুর মৎস্য হ্যাচারি কমপ্লেক্স ও বলুহর বাঁওড় এলাকা পরিদর্শন শেষে মাটি কেটে পুকুর সংস্কার প্রকল্পের উদ্বোধন করেন।