স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা থানার ওসি এরশাদুল কবির ও আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি নেতা চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়ার আলম বক্সের ছেলে গোলাম রসুল (৪৩), আবু তালেবের ছেলে আব্দুল মান্নান (৪৫), হাতলহাটি গ্রামের জমশের আলীর ছেলে খোরশেদ আলী (৩৫), আবু হোসেনের ছেলে আইনাল (৪০), তেঘরি গ্রামের শুকুর আলীর ছেলে শিবির নেতা কামাল (২৮), গিরিশনগর গ্রামের আশরাফ আলীর ছেলে শিবির নেতা শরিফুল ইসলাম (২৯), আলুকদিয়া গ্রামের জব্বার মণ্ডলের ছেলে আসাদুল ইসলাম (৩৬), নূরনগরের আব্দুল জলিলের ছেলে আলমগীর (৩৫), ঠাকুরপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে বাবু (২৮), আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গার আব্দুল লতিফের ছেলে রফিকুল ইসলাম (৩৩), চিৎলা গ্রামের রূপচাঁদ সর্দ্দারের ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ছত্রপাড়া গ্রামের নুর আলীর ছেলে সেলিম হোসেন (৩৮) ও হাপানিয়ার আব্দুল জলিলের ছেলে শাহাবুলকে (৩০) গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।