এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন : দামুড়হুদায় এক শিক্ষক বহিষ্কার

 

দামুড়হুদা অফিস: এসএসসি পরীক্ষার ২য় দিনে দামুড়হুদা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার বাংলা ২য় পত্র পরীক্ষায় নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস পরীক্ষা চলাকালীন সময়ে কর্তব্যে অবহেলা করায় মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার তাকে বহিষ্কার করেন। উল্লেখ্য, পরীক্ষার ১ম দিনে এ কেন্দ্র থেকে ইলাহী বক্স নামে এক শিক্ষককে বহিষ্কার করা হয়।