আমঝুপি প্রতিনিধি: রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নিয়ে গতকাল সকাল ১০টায় শিশুবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোনাখালী ওয়াচ গ্রুপের সভাপতি রেকার উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারিয়াপুর ওয়াচ গ্রুপের সম্মানিত সভাপতি ওয়াজেদ আলী, আমদহ ওয়াচ গ্রুপ সভাপতি ডা. হাশেম আলী, আমঝুপি ওয়াচ গ্রুপের সহসভাপতি আব্দুল হান্নান মাস্টার। অনুষ্ঠানে ওয়াচ কমিটির পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন রকিবুল ইসলাম, মোশারেফ হোসেন, রোমাসা দিল আফরোজ। শিশুবরণ অনুষ্ঠানে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।