মাথাভাঙ্গা মনিটর: সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে সাফল্য পেলেও টি-টোয়েন্টি ক্রিকেটে কিছুতেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। সর্বশেষ ১০টি টি-টোয়েন্টিতে মাত্র দুটোতে জয় পেয়েছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে দু ম্যাচের সিরিজ দিয়ে বিশ ওভারের ক্রিকেটে নতুন যুগের সূচনা করতে চায় বাংলাদেশ। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বিকেল পাঁচটায়। এর আগে শ্রীলঙ্কার কাছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। আগামী মাসে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। দু দলই তাই এ সিরিজকে টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরের প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছে। এমনিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের সাফল্যের হার ভালো। তবে এখানে এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে তারা।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতে, ২০ ওভারের ক্রিকেট খুবই শর্ট অ্যান্ড শার্প। গুরুত্বপূর্ণ সময়ে ভালো খেলতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়ে দেশের অন্যতম সেরা পেসার বলেন, ব্যাটসম্যানরা অনেক রান করতে পারলে বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আবার বোলাররা প্রতিপক্ষকে অল্প রানে বেধে রাখতে পারলে ব্যাটসম্যানরা স্বস্তিতে থাকে। আমাদের প্রত্যেককেই যার-যার জায়গা থেকে অবদান রাখতে হবে। বিশেষ করে ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা মাশরাফির। টি-টোয়েন্টিতে দুই/তিন ওভারও অনেক সময় পার্থক্য গড়ে দেয়। আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। কারণ যে ভালো করবে তারই জেতার সুযোগ বেশি থাকবে। শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ৱ্যাঙ্কিঙের এক নম্বর দল। শীর্ষাসন ধরে রাখতে সিরিজের একটি ম্যাচ জিতলেই চলবে তাদের। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এখনো ঘাড়ের ব্যথা থেকে সেরে উঠতে পারেননি। আজ বুধবার তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। তামিম না খেললে শামসুর রহমানের সাথে উদ্বোধন করবেন এনামুল হক। এ ম্যাচে অভিষেক হতে পারে তিন নবাগত বাঁহাতি স্পিনার আরাফাত সানি, মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন আলীর। দ্বিতীয় পেসার হিসেবে খেলতে পারেন অলরাউন্ডার ফরহাদ রেজা।